বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ১১ ঘর

1

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া অসিয়র রহমানের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ও লোকজন ঘটনাস্থলে পৌঁছার পুর্বেই সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, বুধবার দুপুরে কাথরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ডিগ্রিপাড়ায় লোকমানের বসতঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ছাবের আহমদের ছেলে দিলাল আহমদ, মোহাম্মদ লোকমান, দেলোয়ার হোসেন, মোহাম্মদ কাসেম, মোহাম্মদ মামুন, ফয়েজ আহমেদের ছেলে আকবর হোসেন, আবদুল জব্বার, শের আলী ও নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ মিয়া, রিদুয়ান ও মোহাম্মদ ইসমাঈল।
স্থানীয় মাওলানা ইসহাক আল হাকিম জানান, বসতবাড়ির চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। তার আগেই ১১ বসতঘর পুড়ে যায়।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম জানান, বাঁশখালীর কাথরিয়ায় ১১ বসতবাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দিতে ইউনিয়ন পরিষদকে বলা হয়েছে।