বাঁশখালীতে আগুনে পুড়ে গেছে পোল্ট্রি খামার

1

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল এলাকায় অগ্নিকান্ডে একটি পোল্ট্রি খামার পুড়ে গেছে। এতে ওই খামারের এক হাজার মুরগি ও মালামালও পুড়ে গেছে। অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে পশ্চিম চাম্বল ৪নং ওয়ার্ডের নোয়াপাড়ায় মোজাফ্ফর আহমদ নামে এক ব্যবসায়ীর খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে ওই খামারে আগুন লাগলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। ততক্ষণে আগুনে পুরো খামার পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার জানান, অগ্নিকান্ডের বিষয়ে জানার পর আমরা ঘটনাস্থলে পৌঁছি। তার আগেই খামারটি পুড়ে যায়।