বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা গতকাল বুধবার দুপুরে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. জসিম উদ্দিন, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইউসুফ উদ্দীন, উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুপন নন্দী, নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, বন বিভাগের ইকোপার্কের রেঞ্জ অফিসার মোহাম্মদ ইসমাইল, ইউপি চেয়ারম্যানদেও মধ্যে আসহাব উদ্দিন, সালাহউদ্দীন কামাল, তারেকুর রহমান, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানদের মধ্যে শহীদুল ইসলাম সিকদার খানখানাবাদ, আবুল কালাম কালীপুর, বাদশা মিয়া কাথরিয়া, রোকসানা আকতার সরল, রাশেদ নুরী শীলক‚প, শহীদউল্লাহ চাম্বল, নুরুল আমিন ছানুবী ছনুয়া ও ওসমান গণি গন্ডামারা প্রমুখ। সভায় বাঁশখালীর কৃষি জমির মাটি কাটা এবং পাহাড় কাটা প্রতিরোধ, মাদক বাল্য বিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং গুনাগরীতে যানজট নিরসনে ইউনিয়ন পরিষদের সমন্বয়ে কার্যকরী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে সবার সহযোগিতায় ছোটখাটো সমস্যা সমাধানে প্রশাসনকে আরো বেশি সক্রিয় হওয়ার পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও গ্রাম পুলিশদের সমন্বয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম বাঁশখালীর আইনশৃঙ্খলা শান্ত ও স্বাভাবিক রাখতে ভূমিকা রাখায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীসহ দায়িত্বশীল সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।