নিজস্ব প্রতিবেদক
বহিষ্কৃত জামায়াতের সেই কর্মী আকাশ চৌধুরীকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। নগরীতে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন তিনি। গতকাল রবিবার বিকাল তিনটায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা জানিয়েছে পুলিশ। যদিও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আকাশ চৌধুরী আত্মসমর্পণ করার কথা জানানো হয়। ফলে গ্রেপ্তার নাকি আত্মসমর্পণ-তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
গতকাল বিকেল পৌনে ৩টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘি মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, গত ২৮ মে জামালখানে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের আগে আকাশ চৌধুরী নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস লিখেন, ‘আমার পরিবার এবং ঘনিষ্ঠ জনদের সিদ্ধান্তক্রমে আজকেই (রবিবার) কোতোয়ালী থানায় আত্মসমর্পন করার ঘোষণা দিচ্ছি।’
সেখানে তিনি লেখেন, ‘আমি আকাশ চৌধুরী… একজন মুসলিম হিসেবে ঈমানি চেতনায় কাজ করেছি। শুনলাম প্রশাসন আমাকে খুঁজছে! আমি চোর না, ডাকাত না, আমাকে খুঁজতে হবে কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি, আজই কোতোয়ালী থানায় আত্মসমর্পণ করব’
তিনি স্ট্যাটাসে ‘ইসলাম বিদ্বেষী’, ‘নাস্তিক’ ও ‘বামপন্থী’দের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে ওই লাথি মারার ঘটনাকে ‘আকস্মিক ঈমানি প্রতিক্রিয়া’ হিসেবে ব্যাখ্যা দেন।
২৮ মে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদÐ বাতিলের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলা চালায় ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামে একটি নতুন সংগঠন। হামলায় অন্তত ১৫ জন আহত হন। ঘটনার পরপরই ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আকাশ চৌধুরী অতর্কিতে এক নারীকে পেছন থেকে লাথি মারছেন। এরপর ঘুরে আবার আরেক নারীকে লাথি দেন। পুলিশের এক সদস্য তখন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো হস্তক্ষেপ করেননি।
ভিডিও ভাইরাল হওয়ার পর জামায়াতে ইসলামী আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করে। আকাশ সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী।
এর আগে মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে একটি কর্মসূচিতে পুলিশের সামনে লাঠিপেটার ঘটনায়ও আকাশ ভাইরাল হয়েছিলেন।