নিজস্ব প্রতিবেদক
নগরীর বহদ্দারহাট এলাকায় নয়টি বাস কাউন্টারের কারণে যানজটের সংবাদ প্রকাশের জেরে ৯ কাউন্টারে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ। গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কীর্তিমান চাকমা। এর আগে গত সোমবার পূর্বদেশের প্রথম পাতায় ‘বহদ্দারহাটে ৯ কাউন্টার, পুরো সড়কে যানজট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
অভিযানে দুইটি বাসসহ চারটি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান করা হয় বলে নিশ্চিত করেন চান্দগাঁও ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) তুহিন আহমেদ। তিনি বলেন, ‘উপপুলিশ কমিশনার জয়নুল আবেদীন মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার কীর্তিমান চাকমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে কাউন্টারের সামনের বাসগুলোকে সরিয়ে টার্মিনালে পাঠিয়ে দেয়া হয়। এসময় অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করে চারটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি) বলেন, মূল সড়কে গাড়ি পেলে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে। সংশ্লিষ্ট এডিসি, এসি ও টিআইকে নির্দেশ দিয়েছি যে, মূল সড়কে রুট পারমিটবিহীন বা অবৈধ গাড়ি পেলে যেন ব্যবস্থা নেয়া হয়। অবৈধ গাড়ির বিরুদ্ধে আমরা সবসময় হার্ডলাইনে আছি।