বল হাতে জাদু দেখানো সাকিব ব্যাটিংয়ে বিবর্ণ

3

স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন পর কাউন্টি ক্রিকেট খেলতে নেমেই বাজিমাত করেন সাকিব আল হাসান। সারের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়ে সমারসেটের বড় ইনিংস খেলার লাগাম টেনে ধরেছিলেন। কিন্তু বল হাতে ভালো করলেও ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব। দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেও তা ধরে রাখতে পারেননি। বুধবার ব্যাটিংয়ে নেমে আউট হয়েছেন ১২ রান করে।
প্রথম ইনিংসে ৩১৭ রান করেছিল সমারসেট। সাকিব ৩৩.৫ ওভার বল করে ৯৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। সোমবার বাংলাদেশ অলরাউন্ডার সাকিবের সারেতে অভিষেক হয়। এদিন টন্টনে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের আগে তাকে অভিষেক ক্যাপ তুলে দেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ।