বর্তমান সম্ভাবনাময় সময়কে কাজে লাগাতে হবে

1

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের রাজনীতি ও আমাদের সাংগঠনিক দিক থেকে আগামী দুটো বছর খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। আর এই নির্বাচনে ভালো করতে হলে এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। বর্তমানের এই সম্ভাবনাময় সময়কে ইসলামী আদর্শের অনুক‚লে জনমত গঠন করার কাজে লাগাতে হবে। ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, গুছিয়ে নেওয়া, ট্রেড ইউনিয়ন গঠন করা এবং নেতৃত্ব তৈরির কাজে লাগাতে হবে। বিপুল সংখ্যক শ্রমিক-জনতাকে বাদ দিয়ে রাজনৈতিক শক্তি অর্জন করা সম্ভব নয়। তাই শ্রমিক-জনতাকে রাজনীতি সচেতন করে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
গতকাল শসিনবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর ৬১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের কমিটি গঠন, শপথগ্রহণ ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর নব-নির্বাচিত সভাপতি এসএম লুৎফর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক লস্কর মুহাম্মদ তসলিম, মহানগরীর উপদেষ্টা নজরুল ইসলাম, অধ্যক্ষ নূরুল আমীন ও অধ্যক্ষ খায়রুল বাশার।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন নজির হোসেন ও মকবুল আহম্মদ ভ‚ঁইয়া। সহ-সাধারণ সম্পাদক হন ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল ও খুরশিদ জাহান (নারী প্রতিনিধি)।
অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন মুহাম্মদ হামিদুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), মুজাহিদুল ইসলাম আদনান (সহ-সাংগঠনিক সম্পাদক), মুহাম্মদ নূরুন্নবী (অর্থ সম্পাদক), স ম শামীম (দফতর সম্পাদক), মুহাম্মদ আবু সুফিয়ান (প্রচার সম্পাদক), মুহাম্মদ আবদুর রহীম মানিক (সহ-প্রচার সম্পাদক), মুহাম্মদ জাহাঙ্গীর আলম (ট্রেড ইউনিয়ন সম্পাদক), মনিরুল ইসলাম মজুমদার (শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক), ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম (পাঠাগার ও প্রকাশনা সম্পাদক), মুহাম্মদ আনোয়ার হোসেন (সাংস্কৃতিক সম্পাদক), সাব্বির আহমেদ উসমানী (আইন-আদালত সম্পাদক) মুহাম্মদ হেলাল উদ্দিন (সাহায্য ও পুনর্বাসন সম্পাদক)।
নবগঠিত কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ বাবুল হাছান, আকরাম হোসেন জিহাদ, বশির আহমদ, আলতাফ হোসেন, মাহবুবুর রহমান, হোসাইন মাহমুদ, রফিকুল আলম আমির হোসেন, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ ইদ্রিস, জাফর আহমদ, জালাল উদ্দিন, রবিউল হোসেন, মুহাম্মদ ইয়াছিন, একেএম শাহাবুদ্দিন, আজিজুল হক, ইলিয়াস পাটোয়ারী, মোরশেদ হোসেন, বেলায়েত হোসেন, শহিদুল হাসান, ইমরান হোসেন, আরিফুর রহমান, ডা. আবদুল আজিজ, হারুন হাওলাদার, আনিছুর রহমান, আবদুস সবুর আশেকি, ওমর ফারুক, আবদুল হালিম, মুহাম্মদ আফসার হোসেন ভ‚ঁইয়া, নুরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম, মুহাম্মদ বেলাল, সেলিম রেজা, রেজাউল করিম মুরাদ, আবদুল হামিদ, ইমরান হোসাইন, আসাদুল্লাহ শিশির, মুহাম্মদ সানাউল্লাহ এবং মহিউদ্দিন হিরু।