রাউজান প্রতিনিধি
বর্ণিল আয়োজন ও গোল উৎসবে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের রাউজানে আলহাজ এম. আব্দুল ওহহাব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হলদিয়া চ্যাম্পিয়নস ট্রফি ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুই শক্তিশালী দলÑ ৬নং ওয়ার্ড বনাম ৭নং ওয়ার্ড। নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫–৩ ব্যবধানে ৭নং ওয়ার্ডকে পরাজিত করে ৬নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৬নং ওয়ার্ডের খেলোয়াড় ও টিম ম্যানেজারদের অভিনন্দন জানানো হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মো. মারুফ, সেরা গোলদাতা মো. জাহেদ, সেরা খেলোয়াড় জয় ভট্টাচার্য এবং সেরা গোলকিপার নিতু মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যক্ষ আব্দুল মন্নান এবং প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জে. এম. ইকবাল হাসান।
টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন মো. মুনিরুল আলম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জি. মো. ইলিয়াছ ও উমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ আবু হানিফ চম্পা, হোসাইন মাস্টার, মুহাম্মদ কামাল মিয়া, সৈয়দ কামাল, আবুল কাসেম, বাবু ভাগ্যধন ভট্টাচার্য, কিউসি গ্রæপের সহকারী ম্যানেজার মুহাম্মদ করিম উদ্দিন, শাহ আলম, জয়নাল কন্ট্রাক্টর, মো. ইসমাঈল, জহুর মেম্বার, আকবর হোসেন, আব্দুল খালেদ, আজিজ উদ্দিন মানিক, জোবায়ের, মো. মহিউদ্দিন ও মো. জয়নাল। হলদিয়া ইউনিয়নের আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মো. আরমান ও দুর্জয় বড়–য়া। খেলা নিয়ন্ত্রণে ছিলেন তৌহিদুল ইসলাম ও ওসমান উদ্দিন অপি। রেফারির দায়িত্ব পালন করেন মো. দিদারুল ইসলাম, সহকারী ছিলেন পৃথি রাজ ও মো. জামাল। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহযোগিতায় দায়িত্ব পালন করেন মো. আবছার, মো. আলমগীর, তৈমুর ইসলাম, মঈন উদ্দিন রবিন, মো. নাঈমুল হক, তৌহিদুল ইসলাম, মো. আনিস উদ্দিন, জয় ভট্টাচার্য, ওসমান গনি, মো. জাবেদ ও মো. রাহাত। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সকল খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক ও সহযোগীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে Ñ ভবিষ্যতে আরও বড় পরিসরে ও সুন্দরভাবে এমন টুর্নামেন্টের আয়োজন করা হবে।











