স্পোর্টস ডেস্ক
স্মার্ট গ্রুপ আয়োজিত প্রিমিয়ার লিগ গতকাল (শনিবার) পিএইচপি অক্সিজেন স্পোর্টস জোন এ শুরু শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্যাপ্টেন স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক মাঈনুল আহসান খান।
বিশেষ অতিথি ছিলেন স্মার্ট গ্রুপ গার্মেন্টস ডিভিশন এর পরিচালক শহিদুল ইসলাম ও নির্বাহী পরিচালক শেকাব আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা ক্যাপ্টেন জাহাদুল হাসান, আলরাজি কেমিক্যাল কমপ্লেক্স লিঃ এর পরিচালক আবিদুর রহম প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। চারটি দল এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় এ্যাপারেল প্রমোটার্স লিঃ ও স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ ১-১ গোলে ড্র করে। এ্যাপারেল প্রমোটার্স এর পক্ষে গোল করেন আসিফুর রহমান এবং স্মার্ট পলিমারের পক্ষে গোল করেন ওয়াহিদ।
টুর্নামেন্টের ২য় ম্যাচে আলরাজি কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড ২-০ গোলে বিএম এনার্জি ( বিডি) লিমিটেডকে পরাজিত করে। পেনাল্টি কিক থেকে গোল করেন অভি এবং অপর গোলটি ছিল আত্মঘাতী।