সুইডেনের ওলফ পালমে মানবাধিকার পুরস্কার-২০২০ জিতেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বর্ণবাদবিরোধী সংগঠন দ্য ব্ল্যাক লাইভস ম্যাটার গ্লোবাল নেটওয়ার্ক ফাউন্ডেশন। বিশ্বজুড়ে ‘পুলিশি নৃশংসতা ও বর্ণবাদী সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন’ গড়ে তোলার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু হয় বর্ণবাদবিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার অন্দোলনের। গত বছর জর্জ ফ্লয়েড, ব্রেওনা টেইলরসহ কয়েকজন কৃষ্ণাঙ্গের ওপর চালানো পুলিশি নৃশংসতাকে কেন্দ্র করে তা আন্তর্জাতিক স্লোগানে পরিণত হয়। শনিবার (৩০ জানুয়ারি) সুইডেনের রাজধানী স্টকহোমে অনলাইন আয়োজনের মাধ্যমে ফাউন্ডেশনটিকে পুরস্কার প্রদানের কথা রয়েছে। পুরস্কারদাতাদের পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রশংসা করে বলা হয়, বø্যাক লাইভস ম্যাটার আন্দোলন দেখিয়ে দিয়েছে যে বর্ণবাদ ও বর্ণবাদী সহিংসতা শুধু আমেরিকান সমাজের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। ভিন্ন একটি বর্ণের মানুষদের সঙ্গে সমভাবে মূল্যায়িত না হওয়া আফ্রিকান-আমেরিকান সংখ্যালঘুদের কষ্ট, বেদনা ও ক্রোধকে অনন্যভাবে প্রকাশ করেছে এই ফাউন্ডেশন।১৯৮৬ সালে আততায়ীর হাতে নিহত সুইডিশ প্রধানমন্ত্রী ও মানবাধিকারকর্মী ওলফ পালমের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এর মূল্যমান ১ লাখ ডলার।
উল্লেখ্য, নরওয়ের এমপি পিটার আইডেও এ বছরের নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্য ব্ল্যাক লাইভস ম্যাটার ফাউন্ডেশনকে মনোনীত করার প্রস্তাব দিয়েছেন। মনোনয়ন পত্রে তিনি জানান, বর্ণবাদী অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী এই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।