বরুমচড়ায় অবৈধ বালু মহালকে জরিমানা

3

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় এক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।