বরিশালে বাংলাদেশ ও শ্রীলংকা যুবদলের বহুল প্রতীক্ষিত চারদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি দ্বিতীয় দিনেও খেলা আরম্ভ হয়নি।
গতকাল বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও গতকালের ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আউটফিল্ড ভেজা ও কর্দমাক্ত থাকায় আজ দ্বিতীয় দিনেও খেলা স্থগিত ঘোষণা করেন ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান।
আবহাওয়ার উন্নতি হলে যে কোনো সময় খেলা শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় বরিশালে ঐতিহাসিক ম্যাচের বল মাঠে গড়ানোর কথা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ অফিশিয়াল এবং দু’দলের কর্মকর্তারা মাঠ পরিদর্শন শেষে ম্যাচ রেফারি সকাল সাড়ে ৯টায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থগিত করা হয় উদ্বোধনী অনুষ্ঠান।