বরমায় ওডেব’র ওরিয়েন্টেশন

2

ওডেবের উদ্যোগে গত ২ নভেম্বর জলবায়ু পরিবর্তনে নারীর মানবাধিকার লংঘন ও করণীয় বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন সংগঠনের বরমা ব্রাঞ্চ অফিস মিলনায়তনে ওডেব’র প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় অনুষ্ঠিত হয়। এতে বিষয়ের উপর ধারণাপত্র পাঠ করেন ওডেব’র সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুল আবেদীন। এতে সহায়ক এর দায়িত্ব পালন করেন ‘নাগরিকতা’ প্রকল্পের কর্মকর্তা মো. আলাউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রকল্প মনিটরিং ও ট্রেনিং অফিসার সজল দে। ওরিয়েন্টেশন প্যানেল সহায়ক ছিলেন আইন সহায়তা কর্মকর্তা রূপম দাশগুপ্ত। বিজ্ঞপ্তি