বরকল শিরীন মছউদ গ্রামার স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

1

বরকল শিরীন-মছউদ গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ২০২৫ এবং মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদেও উপহার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে বরকল আব্দুল হাই-আনোয়ারা বেগম বালিকা স্কুল এন্ড কলেজ মাঠেঅনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ মছউদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বরকল আব্দুল হাই-আনোয়ারা বেগম বালিকা স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুন মাহফুজ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ইসলাম খান, হাবীবুর রহমান, আবুল কাশেম (ম্যাক), গোলাম কিবরিয়া বাবুল, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির চৌধুরী, প্রভাষক খালেদ মাহমুদ চৌধুরী, কাউসার সুলতানা শম্পা, মো. মাহমুদুল হক, ইমতিয়াজ মাহমুদ, সাঈদ বিন খায়ের, বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের এসএমসি সদস্য আমিনুল হক রাশেদ, ইউপি সদস্য মফিজুল ইসলাম, আবদুল মুবিন মেম্বার, শিক্ষক আব্দুল্লাহ সাজিদ। স্বাগত বক্তব্য দেন শিরীন-মছউদ গ্রামার স্কুলের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান। সঞ্চালনা করেন সাদিয়া মিশকাত জাহান ও জন্নাতুল নাঈমা। এতে ১০টি ইভেন্টে ৩০ টিপুরষ্কার প্রদান করা হয়।