চন্দনাইশের বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১০ মে শনিবার অনুষ্ঠিত হয়। একই দিন মেধাবী ও সুবিধাবঞ্চিতদের উম্মুল বশর (সৌজন্যে: সুরাইয়া শিরীন), ডা. আব্দুল ওয়াজেদ মাহমুদ, খুরশীদ সুলতানা, শিরিন মছউদ, আব্দুল মুগনী মনছুর, স্মৃতি বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এ প্রতিষ্ঠানসমুহের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী কৃষিবিদ আবদুল ওয়াহেদ মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী নাজমুন মাহফুজ, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আনোয়ারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. রিদুওয়ানুল হক, সাংবাদিক মো. দেওলায়ার হোসেন ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল।
প্রভাষক সাদিয়া ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক নুরুল কবির চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য জ্যেষ্ঠ প্রভাষক খালেদ মাহমুদ চৌধুরী।