রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বরকলে ১১ রাউন্ড তাজা গুলি (অ্যামুনেশন) ও ১২ রাউন্ড ব্যবহৃত গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। ৪৫ বিজিবি ও ৭ আনসার ব্যাটালিয়নের অভিযানে এসব গুলি উদ্ধার হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গতকাল শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে বরকল ৪৫ বিজিবি ব্যাটালিয়ন।
এর আগে গত ১২ মার্চ উপজেলার রূপবানপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ এবং জেএএস নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পাহাড়িরা আতংকিত হয়ে পড়েন। পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা এবং আতংক দূর করার লক্ষ্যে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা শুরু করে।
সর্বশেষ গত ১৩ মার্চ তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজাছড়া ও রূপবানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ রাউন্ড তাজা অ্যামুনেশন এবং ১২ রাউন্ড ব্যবহৃত খালি গুলির খোসা উদ্ধার করা হয়।
সূত্রে জানানো হয়েছে, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি ও স¤প্রীতি বজায় রাখতে কাজ করছে। যে কোনো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।