রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি জেলার বরকল উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিক ও সহযোগী হিসেবে ৫ বাংলাদেশিসহ ৭ জনকে আটক করেছে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)। গত শুক্রবার বিকেল ৫টার দিকে রাঙামাটিগামী যাত্রীবাহী স্পিডবোট তল্লাশির সময় সুরেশ চাকমা (৩৯) পিতা-অঞ্জন কুমার চাকমা ও অরং খান চাকমা পিতা-জলন্ত কুমার চাকমা নামে দুজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। উভয়ের গ্রাম ভারতের ত্রিপুরা ঘাট। তারা ভারতের লুংলে জেলার বাাসিন্দা। এসময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৯ হাজার একশ টাকাসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান জানান, স্পিডবোটযোগে ৬ যাত্রীসহ রাঙামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিক এবং বোট চালকসহ অন্যান্য ৫ জনকে সহযোগি হিসেবে আটক করা হয়েছে। আটকদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বিজিবির আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সীমান্তের নিরাপত্তা রক্ষাসহ যেকোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা কাজ করে যাবে বলে জানান বিজিবি সেক্টর কমান্ডার।সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদ্য প্রস্তুত থাকবে। গতকাল শনিবার সকালে আসামিদের রাঙামাটি আদালতে প্রেরণ করে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম।