বয়োবৃদ্ধ বন্দিদের মুক্তি দেওয়ার দাবি হেফাজতের

1

হাটহাজারী প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২০ বছরের বেশি সাজা ভোগ করা বয়োবৃদ্ধ কারাবন্দিদের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদরীস।
গতকাল মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বয়োবৃদ্ধ কারাবন্দিদের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, অতীতে দলীয় বিবেচনায় মুক্তি দেওয়ার কারণে অনেক প্রবীণ বন্দি মানবেতর জীবনযাপন করছেন। বিগত ১৬ ডিসেম্বরেও চিরাচরিত এই নিয়ম কার্যকর হয়নি, যা বন্দীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে।
বিগত কয়েক বছর ধরে বিশেষ দিবসগুলোতে দীর্ঘদিন সাজা ভোগ করা বন্দিদের মুক্তি দেওয়ার নজির থাকলেও এবার সেটি কার্যকর হয়নি বলে অভিযোগ তুলেছেন মাওলানা মীর ইদরীস। তিনি বলেন, ২৪-এর জুলাই বিপ্লবের পর ১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবস উপলক্ষে ২০ বছরের বেশি সাজাপ্রাপ্ত বয়োবৃদ্ধ কয়েদিরা সাধারণ ক্ষমার আওতায় মুক্তির আশায় ছিলেন। কিন্তু অদৃশ্য কারণে এবার সেটি কার্যকর হয়নি।
তার মতে, মানবিক দৃষ্টিকোণ থেকে যেসব বন্দির বয়স বেশি ও যারা ইতোমধ্যে দুই দশকের বেশি সময় কারাগারে কাটিয়েছেন, তাদের মুক্তি দেওয়া উচিত।
মাওলানা মীর ইদরীস বলেন, ‘বয়োবৃদ্ধ বন্দিরা অসুস্থ, অনেকেই শারীরিকভাবে চলাফেরা করতে পারেন না। মানবিক কারণে অন্তর্বর্তী সরকার যেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তাদের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়’।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় অনেকেই মুক্তি পেলেও প্রকৃতভাবে সাধারণ বন্দিরা সেই সুবিধা পাননি। ফলে বহু বয়োবৃদ্ধ কয়েদি কারাগারে অমানবিক জীবনযাপন করছেন। মাওলানা মীর ইদরীস আশা প্রকাশ করেন বলেন, অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আমরা আশা করি, ঈদের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।