বয়েজ ক্লাব জার্সি উন্মোচন

1

বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের জার্সি উন্মোচন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশিষ্ট শিল্পপতি ধর্ম অনুরাগী ও ক্রীড়া সংগঠক সমাজ সেবক দানবীর রিলায়েন্স শিপিং লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের মেম্বার মো. রাশেদ বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রাম এর জার্সি উন্মোচন করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের সহ-সভাপতি হাসিনা বেগম মো. আকবর আলী মোহাম্মদ সেলিম বাংলাদেশ বয়েজ ক্লাব ভ্যাটান দল চট্টগ্রামের দলীয় অধিনায়ক মো. সালাউদ্দিন জাহেদ ফুটবলার শওকত আলী মহিম উদ্দিন ফয়সাল আমজাদ হেলাল উদ্দিন সাব্বির মোহাম্মদ সেলিম মোহাম্মদ ওসমান মোহাম্মদ জসিম বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক মহসিন আলী বাদশা।