মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক বলেছেন, বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে। তরুণদের ভূমিকায় প্রাকৃতিক দুর্যোগের নানামাত্রিক সমাধান প্রক্রিয়ায় সহায়তা করে এগোতে হবে। তিনি নগরীর সার্কিট হাউসে ৩ জিরো ক্লাব চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে আয়োজিত ‘দুর্যোগ মোকাবেলায় নোবেলজয়ীর তিনশূন্য-বিষয়ক সেমিনারে এসব কথা বলেন।
৩ জিরো চট্টগ্রাম সার্কেল আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সার্কেলের সাপোর্ট পারসন নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, প্রকৃতিকে নানাভাবে আমরা যেমন ধ্বংস করছি, প্রকৃতিও আমাদের সেভাবে আচরণ করছে। মানবসৃষ্ট বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা এবং কার্বন নেট বিষয়ে সকলকে সজাগ হওয়ার আহবান জানান তিনি।
দুর্যোগ মোকাবেলায় নোবেলজয়ীর তিনশূন্য-বিষয়ে ৩১ আগস্ট চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ড. মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে ‘দুর্যোগ মোকাবেলায় নোবেলজয়ীর তিনশূন্য-বিষয়ক ভিডিও প্রজেক্ট উপস্থাপন করেন কী-পারসন মুজাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপোর্ট পারসন নোমান উল্লাহ বাহার, বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক সাইফ উল্লাহ মনসুর, অধ্যক্ষ আবু তালেব বেলাল, সংগঠক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেলসহ ক্লাবের নতুন ও পুরাতন সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি