বন্যা দুর্গতদের ঢেউটিন ও আর্থিক সহায়তা চট্টগ্রাম সমিতির

3

ফটিছড়িতে বন্যা কবলিত দুর্গতদের গৃহ নির্মাণসামগ্রী ঢেউটিন ও আর্থিক সহায়তা দিয়েছেন সৌদি আরব রিয়াদস্থ চট্টগ্রাম সমিতি। গত ১৩ সেপ্টেম্বর সুন্দরপুর ইউনিয়ন আজিমপুর গ্রামে হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ইসলামিক মডেল মাদরাসা মিলনায়তনে এই ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। চট্টগ্রাম সমিতির কর্মককর্তা ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুবুল আলম চৌধুরী, চট্টগ্রাম সমিতির যুগ্ম সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ইউসূফ, যুগ্ম সম্পাদক মোজাফ্ফর হোসেন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু, ত্রাণ ও দূর্যোগ সহায়তা সম্পাদক সোলায়মান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ নোমান, মুহাম্মদ জামাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি