বন্যার্তদের মাঝে বাগীশিক ফটিকছড়ি সংসদের ত্রাণ বিতরণ

3

বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত ৩০ আগস্ট ফটিকছড়ি উপজেলার বাগান বাজার, দাঁতমারা, নারায়ন হাট, ভুজপুর, হারুয়ালছড়ি, পাইন্দং, সুয়াবিল, নাজিরহাট পৌরসভা ও সুন্দরপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও পুনর্বাসনের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের শুভাশীষ চৌধুরী, বাসু চৌধুরী, রাসকিন চৌধুরী, আয়কর আইনজীবী টিটু দেব, ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন কুমার বণিক, কর্মকর্তা মানস চক্রবর্তী, রিপন শীল, সুজন দে, জয়ন্ত দাশ (সফি), ছোটন নাথ, পার্থ ঘোষ, উজ্জ্বল শীল, শ্রীবাস বৈষ্ণব, অপু দে, মুক্তিযোদ্ধা বাবুল দেব, পরিতোষ ভট্টাচার্য্য, মাস্টার বাবুল দেব, ডা. এস.কে রায় (নান্টু), কেশব দেব, রানা ধর, পিবিআই সুমন নাথ, নিশু পালিত, সাধন নাথ, তাপস নাথ, শয়ন নাথ, রনি নাথ, আপন, জয়, ছোটন, রাজিব নাথ, সঞ্জয় নাথ, পিন্টু শীল, সম্পদ দে, শুভ, যীশু, বলাই নাথ, দীপক নাথ, উজ্জ্বল নাথ, সুমন নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি