বন্যার্তদের পাশে চুয়েট-সিভাসুর শিক্ষক-কর্মকর্তারা

5

নিজস্ব প্রতিবেদক

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী হাজার হাজার মানুষ। বন্যার পানিতে ঘর-বাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে এসব এলাকার বাসিন্দারা। একইসাথে খাবার-বাসস্থানসহ নানা মানবিক সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এসব এলাকায়। বন্যার্ত মানুষের সাহায্যে ঝাপিয়ে পড়েছেন সারাদেশের মানুষও।
তারই ধারাবাহিকতায় এবার সেই কাজে যুক্ত হতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষক-কর্মকর্তারা। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে তারা।
বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়াতে এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন সিভাসুর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল রবিবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে সিভাসুর সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের বিষয়ে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সিভাসুর জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান পূর্বদেশকে জানান, বিশ্ববিদ্যালয়ের সাধারণ সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সিভাসুর সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই প্রধান উপদেষ্টার তহবিলে এ অর্থ পাঠানো হবে।
এদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অফিসার্স এসোসিয়েশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার রবিবার অনুষ্ঠিত কার্র্র্যকরী কমিটির জরুরি সভায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের লক্ষ্যে সকল কর্মকর্তাদের একদিনের বেতন ও এসোসিয়েশন কর্তৃক সংগৃহীত অনুদান প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক এ কে এম কামরুল হাসান, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জিলহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. রুবেল মাহমুদ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর নেওয়াজ, কার্যনির্বাহী সদস্য মো. মিরাজুল ইসলাম, পংকজ বড়–য়া, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ নাছির উদ্দিন। সভায় চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি এই দুর্যোগ মোকাবেলায় সকলকে স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানান।