বন্যার্তদের জন্য বোয়ালখালী মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির ত্রাণ সহায়তা

3

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষদের জন্য ত্রাণ সহায়তা ও তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বোয়ালখালী উপজেলা মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি। এ লক্ষ্যে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরীর হাতে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা হস্তান্তর করেন উপজেলা সমন্বয়কারী জানে আলম ও আরেফিন রিয়াদ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের কর্মকর্তা কাজী নিজামুল হক, মো. দৌলত, বোয়ালখালী শাকপুরা ইউনিয়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহনুর, পৌরসভা ৮নং ওয়ার্ড শাখার সভাপতি আবদুল মালেক। উপজেলার বিভিন্ন শাখা কমিটি এবং সমন্বয়কারীর কাছ থেকে উত্তোলিত নগদ অর্থ এবং বস্ত্র ত্রাণ সহায়তা হিসেবে হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি