‘বন্যার্তদের জন্য চট্টগ্রামের ব্যবসায়ী ফোরামের সহায়তা অব্যাহত থাকবে’

1

চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহবায়ক ও বন্দর ইউজার এস এম সাইফুল আলম বলেছেন, স¤প্রতি চট্টগ্রাম লক্ষীপুর ফেনিসহ দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বর্তমানে বন্যার পানি নেমে গেলেও ঘরবাড়ী ও রাস্তা ঘাট ভেঙ্গে বিধ্বস্ত হয়ে গেছে। বন্যাকবলিত ফুলগাজী এলাকার মানুষ সহায় সম্বল হারিয়ে এখন নিদারুণ কষ্টে আছে। তারা মানবেতর জীবনযাপন করছে। পানিবন্দী মানুষ পর্যাপ্ত খাবার ও ঔষধের সংকটে ভুগছে। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। এখন দেখা দিয়েছে নানান রোগব্যাধি। চর্মরোগসহ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে বন্যার্ত এলাকার মানুষ। পর্যাপ্ত ওষুধপত্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাই এই মূহূর্তে বন্যার্তদের বেশি প্রয়োজন পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসাসেবা। বন্যার্তদের জন্য চট্টগ্রামের ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে সাহায্য সহায়তা অব্যাহত থাকবে।
তিনি ১৩ অক্টোবর দুপুরে ফেনীর ফুলগাজী বিলোনিয়া সড়কের পুরাতন মুন্সিরহাটস্থ আলী আজম হাইস্কুলে বন্যাদুর্গত মানুষের মাঝে চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে শুকনা খাবার, চাল, ডাল, তেল, আলু, পানি, ঔষধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।
বঞ্চিত ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বন্যায় মানুষের জানমাল ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা এগিয়ে এসেছে। তাই এই মহূর্তে বন্যা আক্রান্ত এই জেলাতে ত্রাণ বিতরণ আরও বেশি জোরদার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বঞ্চিত ব্যবসায়ী ফোরামের নেতা ও সিএন্ডএফ ব্যবসায়ী শওকত আলী, সুলতানা ট্রেডার্সের চেয়ারম্যান রোকন উদ্দিন মাহমুদ, ফাল্গুনী ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল খান, বন্দর ট্রাক কাভার্ডভ্যান মালিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল, কাশেম গ্রæপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সিএন্ডএফ ব্যবসায়ী এস এম ফরিদুল আলম, এম এ হাসনাত, ওয়ারিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরোয়ার আলম খান, ব্যবসায়ী নেতা মুজিবুর রহমান, মো, আলমগীর, রাশেদ আরমান, ফজল আমিন টুটুল, মো. সুমন, মো. মানিক প্রমুখ। বিজ্ঞপ্তি