বন্যার্তদের জন্য গাউসিয়া কমিটির ত্রাণ বিতরণ

5

দেশের প্রায় ১২টি জেলা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় কোটি মানুষ। প্রাণ গেছে প্রায় অর্ধশত মানুষের। বিস্তীর্ণ এলাকায় মাটির সন্ধান না পেয়ে কলা গাছের ভেলেতে স্বজনরা ভাসিয়ে দিচ্ছেন নিজের আপনজনকে। মানবতার এ চরম বিপর্যয়ে বরাবরের মত গাউসিয়া কমিটি ঝাঁপিয়ে পড়েছেন ভানবাসী মানুষের উদ্ধারে। জীবনঝুঁকি নিয়ে পানিতে ভাসমান মানুষ, মৃত কিংবা জীবিত নিয়ে আসছেন নিরাপদে। ভাসমান লাশ এনে দাফনের ব্যবস্থা করছেন। এ যাবৎ ফেনী, নোয়াখালী, ল²ীপুর, কুমিল্লা, মিরসরাই, ফটিকছড়ি ও খাগড়াছড়িসহ সিলেট ও অন্যান্য জেলায় প্রায় ৫০ হাজার দূর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছেন গাউসিয়া কমিটি। দুর্গতদের ত্রাণ বিতরণসহ পুনর্বাসন কার্যক্রমের জন্য সংগঠনটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম মোছাহেব উদ্দিন বখতিয়ার ও কেন্দ্রীয় অর্থ সচিব কমরুদ্দিন সবুরের তত্ত¡াবধানে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। গত ২৮ আগস্ট সংগঠনটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ ও যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ারের নেতৃত্বে একশ জনের একটি টিম কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর ১০টি উপজেলায় একযোগে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আহবায়ক কমিটির আহবায়ক আবদুল হাই মাসুম, এএসএফ এর পরিচালক আনজুমান সদস্য সাদেক হোসেন পাপ্পু, কুমিল্লা, ফেনী জেলাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণকালে চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার দেশের যে কোন দুর্যোগ-দুর্বিপাকে গাউসিয়া কমিটি সাধারণ মানুষের পাশে থাকবে বলে ঘোষণা দেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগের কথাও জানান। নিবেদিতপ্রাণ সদস্যদের ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানান। বিজ্ঞপ্তি