বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুতই পুনর্বাসন করা হবে

3

হাটহাজারী প্রতিনিধি

অন্তর্র্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, সাম্প্রতিক বন্যায় দুর্গতদের জীবন যাত্রার মান উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি তাদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান ছাড়াও ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুতই পুনর্বাসন করা হবে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সীমান্তবর্তী ফরহাদাবাদস্থ নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় হালদা নদীর ভাঙনকবলিত এলাকা এবং ফটিকছড়ির পূর্ব সুয়াবিল এলাকায় হালদার ক্ষতিগ্রস্ত বাঁধ ও নাজিরহাট হালদা বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্তরে তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এ সময় তিনি আরো বলেন, আপাতত বন্যার্ত মানুষকে বাঁচানো তথা তাদের চিকিৎসা সেবা, খাবার জোগানো আমাদের এখন প্রধান কাজ। তাই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। যেখানে বন্যা হয়েছে সেখানে ক্ষতি নিরুপণ করা হবে। একেবারে বস্তুনিষ্ঠভাবে নিরুপণ হবে। তারপর পুনর্বাসন প্রক্রিয়া। আমরা চাই প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন উপকৃত হয়। আমরা যতটুকু করতে চাই, ততটুকু ভালোভাবে করতে চাই, যেন এটা টেকসই হয়।
এসময় উপদেষ্টার সাথে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি উর রহিম জাদিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল্লাহ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদ খাঁন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চট্টগ্রাম সার্কেল- ১) প্রকৌশলী শওকত ইবনে সাঈদ, পার্বত্য জেলা রাঙামাটির নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরা, হাটাহাজারীর সহকারী কমিশনার (ভ‚মি) মেহরাজ শারবীন, ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, হাটহাজারি মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান, ফটিকছড়ি থানার ওসি মীর মো. নুরুল হুদা, ভূজপুর থানার ওসি মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী জয়শ্রী দে, ফটিকছড়ি উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল হোসেন. হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ভ‚জপুর থানার ওসি (তদন্ত) আবু জাফর মাহমুদ সালেহ, প্রকৌশলী তন্ময় নাথ,
স্থানীয় প্রতিনিধি সাহেদ-ই-আজম, মুজিব চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফির নেতৃত্বে ৫ সমন্বয়কসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।