বন্যাকবলিত মানুষের পাশে চবি ছাত্রদল

1

হাটহাজারীর গড়দুয়ার ও মেখল এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। ২৬ আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা প্রতিটি উপজেলায় সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়েছি এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখব। আমাদের উদ্দেশ্য হচ্ছে, বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো।
ত্রাণ বিতরণ কার্যক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি