হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে বন্ধুর গায়ে হলুদে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেছে মো. ফয়সাল মুনতাসির (২৪) নামে এক যুবক। নিহত মুনতাসির উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ হেদায়েত আলী বাড়ির মো. কামাল উদ্দিনের ছেলে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার মিরের হাটের অদূরে বড়ুয়া পাড়া এলাকায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মুনতাসিরের মর্মান্তিক মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মেম্বার মোহাম্মদ আলী। একই ঘটনায় তুষার আবদুল্লাহ (২৫) নামে আরেক বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত তুষার ফটিকছড়ি উপজেলার বক্তপুর তালুকদার বাড়ির মো. নুরুল আলমের ছেলে। বর্তমানে তিনি নগরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাইওয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে মুনতাসির তার বন্ধু তুষারের সাথে সমিতিরহাট এলাকায় আরেক বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠান থেকে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। নাজিরহাটমুখী বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা মুনতাসিরকে মৃত ঘোষণা করেন। আহত তুষারকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
রাউজান হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আসাদুল্লাহ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বন্ধুর গায়ে হলুদে গিয়ে ফেরার পথে হাটহাজারী পৌরসভার বড়ুয়া পাড়া এলাকায় ড্রাম ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মুনতাসিরের মৃত্যু হয়। এই ঘটনায় তুষার নামে তার আরেক বন্ধু গুরুতর আহত হয়। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।