পূর্বদেশ অনলাইন
আজ ৫ এপ্রিল শুক্রবার হালিশহরের বি-ব্লকে অবস্থিত প্রসিদ্ধ রেস্তোরাঁ বৈঠকখানায় এসএসসি’৯০ ও গেটওয়ে বন্ধুদের সম্প্রীতির স্মারক হিসেবে বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সংগঠক মোঃ মোর্শেদুল আনোয়ার (স্বপন) এর নিমন্ত্রণে আয়োজিত এ ইফতার ও দোয়া অনুষ্ঠানে হালিশহর হাউজিং এস্টেট গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় এবং হালিশহর দক্ষিণ কাট্টলী পি এইচ আমিন একাডেমির বন্ধুরা যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের কুশলাদি বিনিময়ের পরে পরিবার পরিজন, সমাজ ও রাষ্ট্রের সকলের জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট সংগঠক খোন্দকার আসাদুজ্জামান আসাদ। ওয়াহিদুর রহমান তৌফিকের সার্বিক তত্বাবধানে ইফতার সন্ধ্যায় উপস্থিত ছিলেন রাশেদ, সুমন, সোহাগ, ফারুক, রফিক, সবুজ, নাসির, বাবর, আমানত, মিলু, মশিউর, বিপ্লব, বেলাল, কিরণ, দুলাল, ইউসুফ সহ প্রমুখ বন্ধু।