আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে সন্ধ্যায় ক্লাব সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারী লিও নায়েম উদ্দিন সাফায়েত এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি ছিলেন ক্লাব এডভাইজার লায়ন আবু তাহের, প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের, লায়ন আবু ফয়সাল রানা, লায়ন বিদ্যুৎ সেন, লায়ন মনির হোসেন বাপ্পি, লায়ন মো. পারভেজ, লিও আব্দুল্লাহ আল মারুফ এবং সদ্য প্রাক্তন সভাপতি লিও আরমান উদ্দিন, ইমরান ইমু প্রমুখ।
সভায় পুরো বছরের সেবা কাযক্রমের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। ইতোমধ্যে গৃহীত সেবা কার্যক্রম এবং আগামীতে আরও বড় পরিসরে সেবা কার্যক্রম পরিচালনার সিন্ধান্ত গৃহীত হয়। এছাড়া আসন্ন লিও জেলা কনফারেন্স, ক্লাব কমিটি এবং বিবিধ বিষয়ের ওপর আলোকপাত করা হয়। সভায় উপস্থিত ছিলেন লিও আল আমিন, ইমতিয়াজ নিহাল, জয় বড়–য়া, সজীব হোসেন, আবরার রাতুল, সানজিদা আক্তার ইভা, লিপি আকতার, নজরুল ইসলাম সাকিব, জুতি হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি