বন্দর বিদেশিদের দেওয়া এ সরকারের কাজ নয়

2

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ)। গতকাল শনিবার সকালে বন্দর হাইস্কুল মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বন্দর ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহ-সম্পাদক মোজাহের হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক টার্মিনাল। এ টার্মিনালকে বিদেশিদের হাতে তুলে দেয়া এই অন্তর্বর্তী সরকারের কাজ নয়। আর এই স্বয়ংসম্পূর্ণ বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। আমরা শুনেছি বন্দর শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে গিয়ে শ্রমিক দলের সাবেক সিবিএ নেতা মো. হুমায়ুন কবীরসহ অন্যান্য নেতাদের নানাভাবে হয়রানী করা হচ্ছে। আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে এ সকল কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করছি। অতি অল্প সময়ের মধ্যে সকল বিভাগীয় মামলা প্রত্যাহার না করা হলে, যে কোন অস্থিতিশীল পরিস্থিতির জন্য কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে। এসময় তিনি বাংলাদেশের হার্ট চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি কোন দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ না দেয়ার জন্য অনুরোধ জানান।
তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দরের পিসিটি যা আরএসজিটি কর্তৃক পরিচালিত হচ্ছে, যেখানে একটি কন্টেইনার ডেলিভারি নিতে বর্তমানে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লেগে যাচ্ছে, যেখানে সিএন্ডএফ শ্রমিক ও আমদানীকারকরা মারাত্মক হয়রানী ও ক্ষতির শিকার হচ্ছে, সেখানে যে কোন সময় অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হতে পারে। তাই পরিচালনার ব্যর্থতার দায়ে আরএসজিটির নিকট হতে ক্ষতিপূরণ আদায়সহ তাদের লীজ বাতিল করে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পুনরায় পরিচালনার উদাত্ত আহবান জানাচ্ছি।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ) এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, ৩৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ডক বন্দর অঞ্চল শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ হারুন, মার্চেন্ট শ্রমিক দলের সহ-সভাপতি মো. হোসাইন, মার্চেন্ট শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ইয়াছিন রেজা রাজু। মো. শফিকুল ইসলাম ও হুমায়ুন কবির (ভূমি) এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দল নেতা আনোয়ারুল আজিম রিংকু ও সিরাজুল ইসলাম, বন্দর শ্রমিকদল নেতা মো. আবুল কালাম আজাদ, এজহার মিয়া, আবদুল হাই, শেখ ছানুয়ার মিয়া, আকতার হোসেন, মোস্তফা চৌধুরী, মোশারফ হোসেন, দিদারুল আলম, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন মাস্টার, গোলাম ছরোয়ার, মিনহাজ উদ্দিন আহমেদ, মো. নাছির উদ্দিন, বাহার মিয়া, শাহজাহান সিরাজ, দিদারুল হায়দার, মহিউদ্দিন তমিজি আবেদ, ফরিদুর রহমান, আল আমিন, নুরুল আজিম প্রমুখ।