বন্দর থানা সিটিজেন্স ফোরামের সভা

1

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃক গঠিত সিটিজেন্স ফোরাম বন্দর থানার উদ্যোগে মতবিনিময় সভা ১৪ জানুয়ারি থানা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা। এস আই জিল্লুর রহমানের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন বিএনপি চট্টগ্রাম মহানগরীর সিনিয়র সহ সভাপতি এম এ আজিজ, জামায়াতে ইসলামী বন্দর থানার আমীর মাহমুুদুল আলম চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জয়েন্ট সেক্রেটারী ও বন্দর থানা বিএনপি’র সেক্রেটারী জাহেদ হোসেন, ৩৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিটিজেন্স ফোরাম বন্দর থানার সেক্রেটারী শফিউল আলম, বিএনপি নেতা এডভোকেট সেলিম উদ্দীন শাহীন, ব্যাংকার ফিরোজ আহমদ, সিটিজেন্স ফোরাম বন্দর থানার অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হোসেন, বিএনপি নেত্রী শাহেদা খানম, বিএনপি নেতা হাজী মো. হোসেন, ইসলামী আন্দোলন নেতা মাসুদ আখন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তেব্যে মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, বন্দর এলাকায় ছিনতাই, রাহাজানি, মাদক সেবন, চাঁদাবাজী, কিশোর গ্যাং উৎপাত সহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে পুলিশ জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অপরাধ দমনে পুলিশের কাজে সহযোগীতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি