বন্দরনগরীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

8

দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহের মধ্যে টানা দুদিন মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার আঁচ পেলে চট্টগ্রামবাসী। বন্দরনগরীতে গত শুক্র ও গতকাল শনিবার থার্মোমিটারের পারদ উঠেছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে, যাকে চট্টগ্রামে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলছেন আবহাওয়াবিদরা।
পতেঙ্গা আবহওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বলেন, “চট্টগ্রামে দুদিন ধরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ২ ডিগ্রি। খবর বিডিনিউজ’র
চট্টগ্রাম অঞ্চলে মে মাসে সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। দুদিন ধরে সেই মাত্রা ছাড়িয়ে গেছে। এ ধরনের পরিস্থিতি আরও তিন দিন চলতে পারে বলে জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তারা।
ইসমাইল ভূঁইয়া বলেন, ১২ মের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তখন গরম থাকলেও এ ধরনের অসহনীয় পরিস্থিতি কিছুটা কমবে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র তাপ প্রবাহ এবং ৪২ ডিগ্রি ও এর ওপরের তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়।
চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শনিবার এ জেলায় তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।