বদলি নেমে মেসির গোল কোয়ার্টার ফাইনালে মায়ামি

1

স্পোর্টস ডেস্ক

আগের তিন ম্যাচ খেলানো হয়নি মেসিকে। আজ বদলি হয়ে নামলেন ক্যাভারিয়ার এফসির বিপক্ষে। নেমে করলেন বাজিমাত। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে করলেন গোল। উচ্ছ¡াসে ভেসে ওঠে গ্যালারি। খেলাও শেষ হয় ইন্টার মায়ামির দারুণ জয়ে। কনকাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ফিরতি লেগে জ্যামাইকার কিংস্টনের ইন্ডিপেন্ডেন্টস পার্কে ক্যাভালিয়ার এফসিকে ২-০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। দুই লেগ মিলিয়ে ৪-০ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করেছে তারা।