বদর দিবসের আলোচনা সভা

3

গাউসিয়া কমিটি বাংলাদেশ ১৯ নং দক্ষিণ বাকলিয়া মিয়াখাঁন নগর ইউনিট আয়োজিত ও মরহুম আলহাজ্ব ইসহাক খানের পরিবারের সার্বিক সহযোগিতায় ঐতিহাসিক শোহাদায়ে বদর শহীদানদের স্মরণে আলোচনা মিয়াখাঁন নগর মরহুম ইসহাক খানের বাসভবনে ইউনিট গাউসিয়া কমিটির সভাপতি সাইদুল আজম খান মিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইলিয়াছ খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংখ্যায় কম হেেলও আল্লাহর সরাসরি সাহায্যে বদরের সাহাবাগণ বিজয় লাভ করেছিলেন। বদরের শিক্ষ ও সাহাবাগণের ইমানী চেতনা প্রত্যেক মুসলমানের হৃদয়ে ধারণ করলে মুসলমান কখনো পরাজিত হবে না বলে বক্তারা উল্লেখ করেন। এতে প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা জামাল আহমদ খান। বিশেষ আলোচকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক হাশেমী, বাকলিয়া থানা গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি আবদুল করিম সেলিম। ইউনিট গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার হোসাইন জনির সঞ্চালনায় ওয়ার্ড গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুর হোসেন কোম্পানি, হাফেজ আবদুল গফুর, হাফেজ রায়হান, হাফেজ আবদুল্লাহ বল জাবের, নসুরুল্লাহ খান নসু, মাসুদ রানা, মো. আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি