চকরিয়া প্রতিনিধি
চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ৭ ৮ ও ৯ ওয়ার্ডে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বিকালে ফুলতলা স্টেশনে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার উপ-পরিদর্শক সুজন বড়ুয়া,বদরখালী ইউনিয়ন বিট পুলিশিং অফিসার উপ পরিদর্শক মো. খোরশেদ আলম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি অধ্যাপক ইমাম উদ্দীন মনির, বদরখালী ইউনিয়ন যুবদলের সাবেক আহব্বায়ক শহিদুল ইসলাম শহিদু, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মো. আবু নাঈম লিটন, বদরখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোছাইন ও মো. পারভেজ প্রমুখ।