স্পোর্টস ডেস্ক
হার দিয়ে পাকিস্তান সফর শুরু হলো বাংলাদেশের। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরেছে লিটন দাসের দল।
মূলত পাকিস্তানি পেসার হাসান আলীর তোপ সামলাতে না পেরে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৩০ রানে ৫ উইকেট শিকার করেন হাসান।
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান। বল হাতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারে পাকিস্তানের ওপেনার সাঈম আইয়ূবকে শূন্য রানে ফেরান শেখ মাহেদী। দ্বিতীয় ওভারে ফখর জামানকে তুলে নেন শরিফুল ইসলাম।
পরে হারিস ফিরে যান ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন। তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন। অধিনায়ক সালমান আঘা ৩৪ বলে ৫৬ রান করেন। আটটি চার ও একটি ছক্কা মারেন তিনি।
চল্লিশোর্ধ্ব দুটি ইনিংস এসেছে শাদাব খান (৪৮) ও হাসান নওয়াজের (৪৪) ব্যাটে। এই তিনজনের সুবাদে ২০ ওভার শেষে ৭ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম।
২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে (৪) হারায়। অন্য ওপেনার তানজিদের সঙ্গে যোগ দেন অধিনায়ক লিটন দাস। ২ চার ও ৩ ছক্কায় ১৭ বলে ৩১ রানে পৌঁছান তানজিদ। ৩০ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন লিটন।
হাসান আলীর বলে তানজিদের স্টাম্প উড়ে গেলে ৩৭ রানে দুই উইকেট নেই বাংলাদেশের। বিপর্যস্ত এই অবস্থা থেকে দলকে ১০০ রান পর্যন্ত নিয়ে যায় লিটন ও জাকের আলী জুটি।
এরপর জাকের আলী কিছুটা চেষ্টা চালাতে চাইলেও ৩৬ রানে থেমে যায় তার ইনিংস। শেষ ছয় ব্যাটার কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত চার বল বাকি থাকতেই ১৬৪ রানে অলআউট বাংলাদেশ।
আগামী ৩০ মে একই মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।