স্পোর্টস ডেস্ক
ইউরোপের পথে প্রান্তর থেকে তরুণ প্রতিভা খুঁজে আনার বেলায় বুরুশিয়া ডর্টমুন্ডের জুড়ি মেলা ভার। মারিও গোৎজা, রবার্ট লেভানডফস্কি, ইলকাই গুন্দোগান থেকে শুরু করে হালের আর্লিং হালান্ড কিংবা জ্যুড বেলিংহামকেও উঠিয়ে এনেছে জার্মান লিগের ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন আরও এক তরুণ প্রতিভা, ফরোয়ার্ড জোবে বেলিংহাম। বড়ভাই জ্যুড বেলিংহাম বর্তমানে রিয়াল মাদ্রিদের ভরসার অন্যতম কেন্দ্র। এবার বড় ভায়ের পথ ধরে জোবে বেলিংহামও ছুটছেন ডর্টমুন্ডের পথেই। স্কাই জার্মানি নিশ্চিত করেছে ৩০ মিলিয়ন ইউরোতে দলবদল করার একেবারেই কাছাকাছি সান্দারল্যান্ডের এই তরুণ মিডফিল্ডার।