খ্রীষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব যীশু খ্রীস্টের জন্মদিন উপলক্ষে নগরীর জিইসিস্থ ওয়েল পার্ক রেসিডেন্সের মোহরা গার্ডেন রেস্টুরেন্ট ২৫% ছাড়ে আয়োজন করছে ব্যুফে ডিনার। থাকছে বিনোদনের নানা ব্যবস্থা। তাছাড়া, শিশুদের জন্য নানা স্বাদের চকলেট ও আকর্ষণীয় উপহারসামগ্রীর ঝুলি নিয়ে থাকছে সান্তা ক্লজ। উৎসব আর ঐতিহ্যের আবহে সাজানো হবে হোটেলের পরিবেশ। ওয়েল পার্ক রেসিডেন্স এর জেনারেল ম্যানেজার এম. এ মনছুর বলেন, আমরা বাঙালির সকল সম্প্রদায়ের উৎসব আনন্দে ও সকল রাষ্ট্রীয় উৎসবের দিনে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দেয়া সহ নানা বিনোদনের ব্যবস্থা করে থাকি। এবারের খ্রীস্টমাসের এ দিনটিকেও উৎসবের রঙে সাজিয়ে রোমাঞ্চকর ও স্মৃতিময় করে তুলতে চাই। বিস্তারিত জানতে ও বুকিং এর জন্য ০১৮৪১৭৩৫৫৫৮, ০১৭৩০-৭৯০১৮৩ নম্বরে কিংবা সরাসরি সংশ্লিষ্ট সেলস এন্ড মার্কেটিং বিভাগে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিজ্ঞপ্তি