আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় পানি চলাচলের পাইপলাইন স্থাপনকে কেন্দ্র করে বড়ভাই ও ভাতিজাদের মারধরে ছালামত আলী (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ছালামত আলী স্থানীয় মৃত ছিদ্দিক আহমদের দ্বিতীয় পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জায়গার বিরোধ নিয়ে তাদের মধ্যে শালিসি বৈঠক হয়। ঘটনার দিন দুপুরে বাড়িতে পানি চলাচলের পাইপ লাইন স্থাপন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষে মারামারির ঘটনা ঘটে। এতে ছালামত আলীকে তার ভাই এবং ভাতিজা মাথায়, বুকে লোহার রড ও পা দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে আনোয়ারা হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজন আবদুল মান্নান জানান, সামান্য পানি স্থাপনের জায়গা নিয়ে আমার বোনের স্বামীকে তার বড়ভাই ও ভাতিজারা মিলে রড দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তার পরিবারে একটি পুত্র ও চারটি কন্যা সন্তান রয়েছে। এতে এই পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। আমরা আসামিদের কঠোর বিচার দাবি করছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।