আর মাত্র ৩ দিন বাকি। তারপরেই দেশের তিনটি ভেন্যুতে গড়াবে চার-ছক্কার জমজমাট আসর বিপিএল। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জমজমাট এই আসরকে সামনে রেখে ২০১৯ সালের প্রথম দিন শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। আর এর মধ্য দিয়েই মূলত ষষ্ঠ আসরের ঘণ্টা বেজে উঠলো। মঙ্গলবার (১ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন সেরেছে তিন দল; কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস।
সিলেট ও রাজশাহী আনুষ্ঠানিক অনুশীলনে ঘাম ঝড়ালেও কুমিল্লার জন্য তা ছিলো ঐচ্ছিক। সকাল থেকে তামিম ইকবাল ও এনামুল হক বিজয় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। আর তাদের বল ছুঁড়েছেন মোশাররফ হোসেন রুবেল ও সঞ্জিত সাহা। দিক নির্দেশনায় ছিলেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। দিনের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন ছিল সিলেট সিক্সার্সের। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু করে শেষ করেছে আড়াইটায়।