নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার সকালে দেওয়া সর্বশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়, এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ বাড়ছে। ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।











