চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লিগ গতকালকের ১ম খেলায় ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব ৪-১ গোলে আগ্রাবাদ কমরেড ক্লাবকে পরাজিত করে। উক্ত খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাবের খেলোয়াড় মো. নেওয়াজকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস এর কাউন্সিলর আকতারুজ্জামান। ২য় খেলায় রাইজিং স্টার ক্লাব ১-০ গোলে কল্লোল সংঘকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত রাইজিং স্টার ক্লাবের খেলোয়াড় বিপ্লব হোসেনকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস এর কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল। বিজ্ঞপ্তি