জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক স্মরণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্প্রতি নগরীর সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবেক মহিলা কাউন্সিলর হাসিনা জাফর। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ নুুরুল আবছার, মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম সেলিনা শফি, কবি আশীষ সেন, নাট্যজন সজল চৌধুরী, আওয়ামী লীগ নেতা লায়ন এমএ বাশার, অধ্যাপক শিব প্রসাদ, সমাজসেবী রেহানা চৌধুরী, শিক্ষক অজিত কুমার শীল, হাসান মুরাদ, বিজয় শংকর চৌধুরী, সংগীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, ছগির আহমদ, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, মাসুমা কামাল আখি, কবি স্বপন কুমার বড়–য়া, স ম জিয়াউর রহমান, কবি সজল দাশ, হানিফ চৌধুরী, অমর দত্ত, সুকুমার চৌধুরী, সাইফুল আরাফাত বাপ্পা, সুমন চৌধুরী প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের ইতিহাসে এক কালজয়ী নেতা। বঙ্গবন্ধু সারাজীবন বাঙালি জাতির জন্য কাজ করেছেন, এমনকি নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে ঋণী করে গেছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক এবং দেশপ্রেমের মহানুভবতা আমাদেরকে সবসময় প্রেরণা জোগায়। আজ সারাবিশ্বব্যাপী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান একসাথে উদযাপিত হচ্ছে। যা আমাদের জন্য গৌরবের এবং সম্মানের। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো: মিনহাজ উদ্দিন। বিজ্ঞপ্তি