যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে অনূর্ধ্ব-১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা গতকাল সাগরিকা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা ও নূরুল আলম নিজামী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, রাঙামাটি জেলা প্রশাসক এ এম মামুনুর রশীদ, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে প্রমুখ।
গতকাল উদ্বোধনী দিনে বালক-বালিকা উভয় বিভাগের দু’টি করে চারটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে বঙ্গমাতা বিভাগে রাঙামাটি জেলা ৫-০ গোলে বান্দরবান জেলাকে পরাজিত করে। হ্যাটট্রিক করেন চম্পা মারমা, অন্য ২টি গোল করেন থুইয়েনু মারমা। দ্বিতীয় ম্যাচে খাগড়াছড়ি জেলা সপ্তবর্মার দেয়া একমাত্র গোলে চাঁদপুর জেলাকে পরাজিত করে।
বিকেলে বালক বিভাগের খেলায় বান্দরবান ৩-১ গোলে রাঙামাটি জেলাকে পরাজিত করে। বান্দরবানের পক্ষে বাধন শীল, মনজিরুল ইসলাম শাহিন ও ইমন দাস ১টি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচে চাঁদপুর জেলা ২-০ গোলে খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে, গোলদাতা সবুজ ও শাহাদাত।