বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন

42

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের অনূর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। গতকাল ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত ৮০ মিনিটের প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় রংপুর। ৪৩ মিনিটে ডি-বক্সের ভেতরে ঢুকে জোরালো শটে গোল করেন আপন চন্দ্র রায়। ৫৭ মিনিটে সমতা নিয়ে আসে রাজশাহী। কর্নার থেকে মোহাম্মদ আহাদের হেড জড়িয়ে যায় জালে। নির্ধারিত সময়ে আর গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৮৫ মিনিটে হেড থেকে রংপুরের জয়সূচক গোলদাতা শামীম ইসলাম।
তিন ম্যাচে চার গোল করে শামীমই চূড়ান্ত পর্বের সর্বোচ্চ গোলদাতা।