বায়েজিদ মডেল স্কুলে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক এক আলোচনা সভা গত ২৪ অক্টোবর স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক ডাক্তার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সাথী দাশ ও মোহাম্মদ শামশুর রহমান ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়েজিদ মডেল স্কুল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করে, সুনাগরিক গঠনে মাধ্যমে একটি সুন্দর দেশ উপহার দিতে পারে। তাই আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করে যেতে হবে। স্কুল পর্যায়ে ও শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস জানানো, আত্মনির্ভরতা, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ, সুনাগরিক গঠনে কাজ করতে হবে। সহকারী শিক্ষিকা মুন্নি বড়–য়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারি শিক্ষিকা উম্মে হাবিবা। মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎ পর্বে দায়িত্বে ছিলেন শিক্ষিকা শর্মিলা দে, রাবেয়া সুলতানা, সালমা আক্তার। শিক্ষার্থীর মধ্যে প্রশ্নপত্রে অংশগ্রহণ করেন ছাত্রী শাজনিন সরকার লিনা, জন্নাতুল ফেরদৌস ফারিয়া, জান্নাতুনেচ্ছা আরশি, ইমরান হোসেন। বিজ্ঞপ্তি