বঙ্গবন্ধু একটি দর্শনের নাম

66

বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি পিতা শেখ মুজিবুর রহমান একটি আদর্শ, চেতনা ও দর্শনের নাম। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরের ক্ষমতায় থেকে যুদ্ধবিধ্বস্ত দেশকে তাঁর দক্ষ নেতৃত্বে একটি শক্তিশালী অর্থনীতিতে দাঁড় করিয়েছিলেন বাংলাদেশকে। জাতির পিতা বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন শোষণ ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক গীতিকার ইসমাইল মানিক, রেজাউল করিম, সংগীত বিষয়ক সম্পাদক শব্দসৈনিক পূর্ণিমা দাশ, রতন ঘোষ, অভিনেতা প্রণব চক্রবর্ত্তী, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, অজিত নন্দী, কণ্ঠশিল্পী ফরিদা করিম, শ্রম বিষয়ক সম্পাদক আবুল বাসার খান, সুমন দত্ত, কামরুন্নেছা জেরিন, এমরান ফারুকী, ইমরান সোহেল, কণ্ঠশিল্পী ইয়াছমিন, সংগীতশিল্পী মুসলিম আলী জনি, কণ্ঠশিল্পী দেবরাজ দত্ত ডেবিট, সমীরন পাল, সংগীতশিল্পী মায়া চৌধুরী, কণ্ঠশিল্পী সুকুমার দে, মুকাভিনয়শিল্পী জুলিয়েট টন টোসকন প্রমুখ। বিজ্ঞপ্তি
মিডসিটি মডেল স্কুল :
স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদী’র সহযোগিতায় মহান মুজিব বর্ষ উদ্যাপনের অংশ হিসেবে মিডসিটি মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কমনরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন চবি’র সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। কর্মশালায় ডঃ ইফতেখার শিক্ষক-শিক্ষিকাদের দৈনিক আজাদী কর্তৃক সরবরাহকৃত করোনাভাইরাস সম্পর্কিত প্রচারপত্র বিলির মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীকে আতঙ্কিত না হয়ে সর্তকতা অবলম্বনে উদ্বুদ্ধ করার জন্য উদাত্ত আহবান জানান। এই প্রচারপত্র সরবরাহের জন্য দৈনিক আজাদী কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। যেহেতু সরকারি নির্দেশে স্কুল কার্যক্রম বন্ধ রয়েছে, তিনি শিক্ষক-শিক্ষিকাদের পরিবার, প্রতিবেশী এবং স্ব স্ব এলাকায় লিফলেটগুলো বিতরণ এবং নিজেকে সতর্ক অবস্থানে রেখে জনগণকে এই করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শদানের জন্য সকলের প্রতি কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি
বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা :
গত ২০ মার্চ শুক্রবার বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি লায়ন ডাঃ আলহাজ্ব মোঃ মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন উদয়নের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন ডা. আর, কে, রুবেল। অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ জসিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন একমি ফার্মাসিউটিক্যালসের লিমিটেডের এরিয়া ম্যানেজার মোঃ তাবারক হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুর মোহাম্মদ খান, ডা. স্বপন দে, অনুপ কুমার দাশ, তড়িৎ কান্তি চৌধুরী, মমতাজ বেগম, পারভীন আক্তার, এস.এম. কামরুজ্জামান, ডা. কানু দাশ, মোঃ জুনায়েদ হোসেন, মোঃ মঈনুদ্দিন, পুলক বড়ুয়া, মোঃ শফিউল বশর, মোঃ শামীম হোসেন, এ.কে বড়ুয়া অপু, ইমরান হোসাইন, মোঃ আখতারুজ্জামান, আরিফুর রহমান, মোঃ নাজিম উদ্দিন, শিমুল কান্তি সেন, কমল কৃষ্ণ ধর প্রমুখ। বক্তারা বলেন, বাঙ্গালী জাতীর দূর্দিনে, দুঃসময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান স্বাধীকার ও স্বাধীনতার নেতৃত্ব দিয়ে পরাধীনতার হাত হতে বাঙালি জাতিকে মুক্ত করার জন্য সাড়ে সাতকোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়। যা হাজার বছরে বাঙালি জাতির ইতিহাসে অনন্য উদাহরণ। বক্তারা মুজিব শতবর্ষে এই সন্দিপনে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করার আহব্বান জানান। বক্তারা বলেন, বর্তমানে বিশ্বে মহামারী করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে, তার থেকে মুক্ত থাকতে সরকার ঘোষিত নিয়ম কানুন মেনে চলে যার যার ধর্ম অনুযায়ী সকলে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন।
জাতীয় স্বাধীনতা পার্টি :
জাতীয় স্বাধীনতা পার্টি চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী নগরের সতীশ বাবু লেইনে পার্টির সহসভাপতি রতন কৃষ্ণ ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সুকান্ত ভট্টচার্য্য। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পাটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুজন ভট্টচার্য্য, শিক্ষক (অব.) সন্তোষ কুমার চক্রবর্ত্তী, পাটির চট্টগ্রাম মহানগর কমিটির সহসভাপতি ঝুলন চৌধুরী, মহানগর কমিটির প্রচার সম্পাদক কার্তিক দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাটির মহানগর কমিটির সভাপতি ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড থেকে ঝুড়ি প্রতীক নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী জননেতা সুজিত সরকার। প্রধান অতিথি বলেন- বঙ্গবন্ধু মানে একটি দেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির একজন হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ স্বাড়ম্বরে আন্তর্জাতিকভাবে এই মহান নেতার জন্মশত বার্ষিকী উদযাপন হচ্ছে যা বাঙালির জন্য অত্যন্ত গৌরবের। তাঁর আদর্শ সর্বস্থরের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যেক্তাদের প্রতি আহব্বান জানান। পরে তিনি কেক কেটে জন্মশত বার্ষিকীর আয়োজন সমাপ্ত করেন। বিজ্ঞপ্তি