শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ মুদ্রকার এটিপ-ওপিট। একটি ছাড়া আরেকটি কল্পনাও করা যায় না। এই মহান ব্যক্তির জন্ম না হলে আমরা স্বাধীনতাও পেতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এমনিভাবে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর পথ ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সম্প্রতি ফটিকছড়ির সমিতিরহাটে নগদ পরিচালক মাহমুদুল হাসান রণির পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিক ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাড়াতে পারছি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এটি এম পেয়ারুল ইসলাম, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন পারভেজ, মো. শাহনেওয়াজ, আরশাদ হোসেন বাচ্চু, বখতিয়ারর সাইদ ইরাণ প্রমুখ। মাহমুদুল হাসান চৌধুরী বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি